কী ও কেন?

সেপ্টেম্বর ২০২১ আপডেটঃ  


পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা এই মুহুর্তে বইদ্বীপে ইবই প্রকাশের জন্যে নতুন কোনও পান্ডুলিপি গ্রহণ করছি না। 

আগ্রহী লেখক/ প্রকাশকেরা বইদ্বীপে উল্লেখিত সেলফ-পাবলিশিং এর উপায়গুলোর মাধ্যমে নিজেরাই ইবই প্রকাশ করতে পারেন। নিজে নিজে ইবই প্রকাশ করা খুবই সহজ, এই সাইট থেকে ‘বাংলায় ইবুক’ বইটি নামিয়ে নিলে সেখানে এই সংক্রান্ত সবরকম নির্দেশনা পেয়ে যাবেন। তারপরেও আর কোনও পরামর্শ দরকার হলে আমাদেরকে ইমেইল করতে পারেন। ধন্যবাদ। 


-বইদ্বীপ কী  কেন? 
বইদ্বীপ একটি পরীক্ষামূলক অনলাইন ইবই প্রকাশনী; যেটি মূলত কাজ করে সেলফ-পাবলিশিং প্লাটফর্ম হিসেবে। বাংলাভাষী লেখকদেরকে ইবই প্রকাশে উৎসাহী করতে এবং পৃথিবীময় বাংলা ইবই ছড়িয়ে দেয়ার জন্যেই আমাদের এই প্রচেষ্টা।
-পরীক্ষামূলক কেন? 
কারণবাংলা ইবই এখনো সহজলভ্য নয় এবং সেই সাথে ইবই ফরম্যাটিং এর নির্দিষ্ট কোন একশতভাগ সফল কার্যবিধি আমাদের জানা নেই। আমরা মূলত ট্রায়াল এন্ড এরর পদ্ধতির মাধ্যমে বাংলা ইবুক তৈরি করে থাকি। পাঠকদের টেকনিক্যাল ফিডব্যাক আমাদের কাজ নির্ভুল করে নিতে সহায়তা করে। 
-> বইদ্বীপ কীভাবে বই বিক্রি করে থাকে
আমরা অনলাইনে প্রচলিত বেশ কিছু সার্ভিসের মাধ্যমে বই পরিবেশন করে থাকি। যেমন, বই ভেদে এমাজন কিন্ডল স্টোর, গুগল বুকস , কোবো বুক স্টোর অথবা এপল এর আইবুক।   
-> রয়্যালটি ?  
= বিক্রয়যোগ্য ইবুকের জন্যে বইদ্বীপ লেখকদেরকে চুক্তি মাফিক রয়্যালটি প্রদান করে থাকে। 
-> বিনামূল্যে বইদ্বীপ কী কী সার্ভিস দিয়ে থাকে? 
=  লেখক ও পাঠকের সঙ্গে বই ও চুক্তি ভেদে বইদ্বীপ নিন্মোক্ত সার্ভিসগুলো প্রদান করে থাকে। 
১/ ইবই উপযোগী পাণ্ডুলিপি তৈরির দিক-নির্দেশনা দেয়া
২/ পাণ্ডুলিপি ইবই উপযোগী করে ফরম্যাটিং ও কনভার্ট করার জন্যে প্রয়োজনীয় দিক- নির্দেশনা দেয়া
-> আমি নিজে বইটি কনভার্ট করতে অপারগ। বইদ্বীপ কি ওয়ার্ড ফাইল থেকে আমার বইটি কনভার্ট করে দিবে?
= অবশ্যই। সে ক্ষেত্রে বইদ্বীপ প্রদত্ত সার্ভিসগুলোর মূল্যতালিকা দেখুন। 
-> কোন কোন ফরম্যাটে বই পাওয়া যায়
= বই ভেদে নানা রকম ফরম্যাটে বই পাওয়া যায়। যেমনঃ epub, mobi, az3, pdf. 
-> কোন কোন ডিভাইসে বই পড়া যায়?
= ইবুক সাপোর্ট করে এরকম যে কোন প্রচলিত মোবাইল ডিভাইস বা ট্যাবলেটে ইবুক (epub pdf) পড়া যায়। কিন্ডল রিডারের জন্যে mobi, az3 অথবা pdf এর প্রয়োজন হয়।
-> ইবই পড়তে কোন কোন অ্যাপ প্রয়োজন হয়? 

= ফোন বা ট্যাবলেটগুলোয় খুঁজলে অনেক রকম অ্যাপই রয়েছে। বিভিন্ন সময়ে উন্নততর অ্যাপ আসে যেগুলো আগের অ্যাপগুলোর চেয়ে অনেক ভালো কাজ করে। সাধারণ ভাবে আমরা বলতে পারি, এন্ড্রয়েড এর জন্যে Google Play Book, এপল এর জন্যে Books বা iBooks অ্যাপ লাগে ইপাব পড়তে। আবার এই দুইখানেই মোবি ফাইল পড়ার জন্যে দরকার হয় Kindle অ্যাপ এর। 
ইবই পড়া বা কনভার্ট করা নিয়ে যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেনআমরা সাধ্যমতো সহযোগিতা করবো।

Comments