সুকুমারবৃত্তি | সুকুমার হোসেন



ভূমিকা 


সুকুমার রায়ের আবোল তাবোল হাতে পেয়ে সেই কিশোর বয়সেই বদলে গিয়েছিল ভাবনার জগত। পরবর্তীতে বদলানো সে জগতের অধিপতি হিসেবে আমনোভূমের স্বগৌরব দখল নিয়েছেন অরূপ রূপকের রাজা জীবনানন্দ দাশ। তাঁর কবিতায় একদিকে ডালিম ফুলের মতো গালের কথা আবার সমান্তরালে শ্মশানের দিকে উড়ে চলা শকুনের বঁধুর কথা পড়তে গিয়ে দেখা হয় নিজের ভেতরের নাম না জানা অস্থিরতার সাথে। আজ এই মাঝবয়েসে এসে নানা সময়ে নানা প্রেক্ষিতে লেখা আমার কবিতা, অকবিতা অতিকবিতার দিকে তাকালে মনে হয়, একান্ত ব্যক্তিগত সেসব অস্থিরতাই হয়তো শব্দে শব্দে ধরে রাখতে চেয়েছি একেবারে নিজের মতো করে। 


এইসব আপাত অদরকারী নিতান্ত নৈর্ব্যক্তিক লেখালেখিতে সময় অপচয় করতে গিয়ে সংসারের অনেককিছু অনেক কেই যথাযথ সম্মান সময় দিতে ব্যর্থ হয়েছি। আমার অনিচ্ছুক অবহেলাসমূহ তারা আলগোছে শুধু হজমই করেননি বরং ভালোবাসা প্রশ্রয় দিয়েছেন যার ফলশ্রুতিতে আমার একমাত্র এই বইটার প্রকাশ সম্ভব হলো। আমার বাবা-মা, স্ত্রী, সন্তান, বন্ধু, শিক্ষক সহ সকল প্রাক্তণ প্রেমিকার প্রতি তাই আমার কৃতজ্ঞতার শেষ নাই। বইদ্বীপকে ধন্যবাদ প্রকাশক হিসেবে এগিয়ে আসার জন্য। 


প্রিয় পাঠক, এইসব আজাইরা আবেগ আপন করে নেয়ার জন্য ভালোবাসা নিবেন। ভালো থাকবেন। 


- সুকুমার হোসেন/ নাটোর, বাংলাদেশ 


সবগুলো ইবই স্টোরের লিংক- এখানে। 

Comments