ইবুক প্রকাশে আগ্রহী?

সেপ্টেম্বর ২০২১ আপডেটঃ  


পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা এই মুহুর্তে বইদ্বীপে ইবই প্রকাশের জন্যে নতুন কোনও পান্ডুলিপি গ্রহণ করছি না। 

আগ্রহী লেখক/ প্রকাশকেরা বইদ্বীপে উল্লেখিত সেলফ-পাবলিশিং এর উপায়গুলোর মাধ্যমে নিজেরাই ইবই প্রকাশ করতে পারেন। নিজে নিজে ইবই প্রকাশ করা খুবই সহজ, এই সাইট থেকে ‘বাংলায় ইবুক’ বইটি নামিয়ে নিলে সেখানে এই সংক্রান্ত সবরকম নির্দেশনা পেয়ে যাবেন। তারপরেও আর কোনও পরামর্শ দরকার হলে আমাদেরকে ইমেইল করতে পারেন। ধন্যবাদ। 


আগস্ট ২০২০ আপডেটঃ 

বইদ্বীপ ছাড়াও বেশ কয়েকটি ইবুক প্রকাশনী সম্প্রতি আত্মপ্রকাশ করেছে, যারা পরিপূর্ণ প্রকাশনী হিসেবেই লেখকদের বাংলা ইবুক প্রকাশে সহায়তা করছে বলে আমরা জানতে পেরেছি। একটু খোঁজ-খবর করলেই তাদের সাথে যোগাযোগের উপায় আপনারা পেয়ে যাবেন আশা করি। 

--- 

প্রিয় লেখক / প্রকাশক, 
ইবুক প্রকাশে আগ্রহের জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। 
দু'টি উপায়ে আপনার ইবুক প্রকাশিত হতে পারে। একটিতে পয়সা খরচ হবে, আরেকটিতে হবে না। :) 

১/ বিনা-খরচের পদ্ধতিঃ 
বইদ্বীপ থেকে আমরা সেলফ-পাবলিশিংকে উৎসাহিত করার চেষ্টা করি। তাই লেখকদের এই উপায়টি বেছে নিতে অনুপ্রাণিত করি। 
আমাদের পরামর্শ আপনি নিচের বইটি পড়ে ফেলুন। 
এখানে সেলফ-পাবলিশিং সংক্রান্ত দরকারি সব তথ্য বিস্তারিত দেয়া রয়েছে। 
অথবা এই ভিডিওটি দেখতে পারেন। 



আপনি নিজেই আপনার পাণ্ডুলিপি ফরম্যাট করে বিভিন্ন স্বনামধন্য বুকস্টোরে আপনার ইবুক বিক্রির জন্যে আপলোড করে দিতে পারেন।
অথবা ব্যবহার করতে পারেন ড্রাফট২ডিজিটাল সাইটটি।
লেখকদের জন্যে এটিই সবচেয়ে ভালো অপশান কারণ এ ক্ষেত্রে রয়্যালটির পুরোটাই আপনি নিজে রাখতে পারবেন। 
ফরম্যাটিং নিয়ে কোন সমস্যায় পড়লে আমাদের ইমেইল করতে পারেন, ছোটখাটো ঝামেলা হলে আমরা যথাসাধ্য সাহায্য করতে চেষ্টা করবো। 
* নিজে বই ফরম্যাট করতে আপনি একান্তই অপারগ হলে বইদ্বীপ সেটা পারিশ্রমিকের বিনিময়ে করে দিতে পারে। মূল্য তালিকার জন্যে এই লিংকটি দেখুন। এ ক্ষেত্রে ফরম্যাটিং এর খরচ আপনাকেই বহন করতে হবে। 


২/ বইদ্বীপের মাধ্যমে প্রকাশঃ [ আপাতত পান্ডুলিপি গ্রহণ করা হচ্ছে না। ] 
দ্বিতীয় উপায় হচ্ছে বইদ্বীপে পান্ডুলিপি জমা দেয়া। পাণ্ডুলিপি পছন্দ হলে বইদ্বীপ নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে আপনার ইবুকটি ফরম্যাট করে বিক্রির জন্যে বুকস্টোরগুলোতে পাঠিয়ে দিবে।  
লেখক/ প্রকাশক এ ক্ষেত্রে চুক্তিমাফিক রয়্যালটি পাবেন। বই প্রকাশের আগেই চুক্তি করা হবে। 
তবে এই পদ্ধতি বেশ সময়সাপেক্ষ। পাণ্ডুলিপি মনোনীত হলে ইবুক হিসেবে সেটি প্রকাশ করার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। 
যদি আপনি বইদ্বীপ প্রকাশনীর মাধ্যমে বই প্রকাশ করতে চান, তাহলে আপনার পান্ডুলিপির প্রথম  তিনটি অধ্যায় অথবা প্রথম ২৫ পৃষ্ঠা আমাদেরকে ইমেইল করে দিন। 
আমাদের ইমেইল ঠিকানাঃ contact@boidweep.com 


আশা করি এই পাতায় উল্লেখিত তথ্যগুলো আপনার কাজে আসবে। 

Comments