ইচ্ছের ডগায় শেকল | হুমায়রা আক্তার





কবিতার ইবই ইচ্ছের ডগায় শেকল’। 

হুমায়রা আক্তার ১৯৮৫ সালের ২৪ নভেম্বর ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করে হুমায়রা আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতের মহীশুরে যান ইংরেজি সাহিত্যে আরেকটি মাস্টার্স করতে। ফিরে এসে কিছুদিন তিনি সেন্ট্রাল ওমেন’স ইউনিভার্সিটিতে কাজ করেন। এরপর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে যোগদান করেন প্রভাষক হিসেবে। বর্তমানে সেখানেই কর্মরত আছেন।

এক কন্যা সন্তানের মা হুমায়রা বই পড়তে এবং গান শুনতে ভীষণ ভালবাসেন। 


ইবইটি পাওয়া যাচ্ছে গুগলঅ্যাপলকোবো, ওভারড্রাইভ ও ক্লাউডলাইব্রেরিতে। 

সবগুলো স্টোরের লিংক এর জন্যে এখানে ক্লিক করুন 

Comments