দেশে বসে ইবুক কেনার উপায়

বাংলাদেশ থেকে ইবই কেনা যায় কীভাবে? 

-> 
১। আপডেটঃ ১৮ জুন ২০২০ 
গুগল প্লে স্টোর থেকে বই কেনার উপায় পাওয়া গেছে একটা। 
" যারা বাংলাদেশ থেকে ইবুক কিনতে চাইছেন, কিন্তু পারছেন না, তারা দারাজ থেকে গুগল প্লে'র বিভিন্ন মূল্যমানের গিফটকার্ড কিনতে পারেন। গিফটকার্ড রিডিম করলে ওই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হবে। গিফটকার্ড রিডিম করতে আপনার পেমেন্ট প্রোফাইলের দেশ চেঞ্জ করতে হবে যেটা নীচের ভিডিওর পদ্ধতিতে করতে পারবেন।" 





২। আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি ২০২০ 
জনপ্রিয় ইবই স্টোরগুলো থেকে বাংলাদেশে বই কেনা সহজ নয়। এমাজন (কিন্ডল), গুগল বুকস, এপল বুকস - এই স্টোরগুলো থেকে দেশে বসে ইবই কেনার উপায় আপাতত আমাদের জানা নেই। কারো এ সম্পর্কে ধারণা থাকলে আমাদেরকে জানাতে পারেন, আমরা নিয়মিত এই পাতাটিতে সাম্প্রতিক তথ্য যুক্ত করবো বলে ঠিক করেছি। 

তবে, আমরা পরীক্ষা করে দেখেছি যে, দেশে বসে সফলভাবে  Kobo Book Store থেকে ইবই কেনা যায়।  
কোবো বিশ্বের চতুর্থ জনপ্রিয় ইবুক স্টোর। সাধারণ নিয়মে কোবো-র ওয়েবসাইট থেকে বই কিনতে হয়। সেই বই তাদের এন্ড্রয়েড এবং আইওএস অ্যাপে নিয়ে পড়া যায়। 

দেশে বসে কোবো থেকে বই কেনার ধাপগুলো এরকম। 

১। কোবো-র বৈশ্বিক worldwide অর্থাৎ ww) ওয়েবসাইটে যেতে হবে। 
লিংক এখানেঃ https://www.kobo.com/ww/en ,ডট কমের পরে /ww/en দিতে হবে)  

২। ওদের সার্চ ফিল্ডে গিয়ে বই বা লেখকের নাম দিয়ে বই খুঁজে বের করতে হবে 

৩। নির্দিষ্ট বইটি খুঁজে পেলে কার্টে যোগ করে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে বই কেনা যাবে।  
ক্রেডিট কার্ড ব্যবহার করতে না চাইলে আরেকটি উপায় হচ্ছে কোবো গিফট কার্ড। 

দেশে কোন অনলাইন শপ কোবো- গিফট কার্ড বিক্রি করে কি না আমরা এখনও নিশ্চিত নই। কিন্তু প্রবাসে থাকা বন্ধু কিংবা স্বজনদের মাধ্যমে কোবো-র ওয়েবসাইট থেকে ই-গিফট কার্ড কেনা যেতে পারে। ই-গিফট কার্ড মুহূর্তেই  ইমেইলে চলে আসে। কোবো-তে একাউন্ট খুলে সেই কার্ড রিডিম করা যায়। 
কোবো গিফট কার্ড কেনার লিংকঃ https://www.kobo.com/p/giftcards

*

দেশী পাঠকদের কাছে পৌঁছানোর একটা চমৎকার উপায় হতে পারে কোবো স্টোর। 
বাংলাভাষী লেখক ও প্রকাশকেরা ইবুক প্রকাশ করতে চাইলে, আমাদের মতে, এই মুহুর্তে কোবো বুক স্টোর হবে সবচেয়ে ভালো অপশান। 
আমরা বইদ্বীপের বইগুলো ধীরে ধীরে কোবো স্টোরে তুলে দেয়া শুরু করেছি। আপাতত কিছু বই নিচের লিংকে গেলে পাওয়া যাবে। - কোবো বইদ্বীপ 
আপনাদের মতামত আমাদের ফেইসবুকে পেজে মন্তব্যের মাধ্যমে জানাতে অনুরোধ রইলো।

Comments