লাইব্রেরি: ফ্রি ইবই
বইদ্বীপ থেকে প্রকাশিত বেশিরভাগ ইবুক প্রবাসী বাংলাভাষীরা এখন থেকে তাদের স্থানীয় লাইব্রেরি অথবা স্কুল/ বিশ্ববিদ্যালয়ের সাবস্ক্রিপশানের মাধ্যমে বিনামূল্যে পড়তে পারবেন।
যেভাবে পড়া যাবেঃ
১/ মোবাইল ডিভাইসে Libby, OverDrive, BorrowBox অথবা CloudLibrary অ্যাপ নামিয়ে ইন্সটল করে নিতে হবে।
২/ অ্যাপে ঢুকে আপনার স্থানীয় লাইব্রেরির গ্রাহক কার্ড ব্যবহার করে সেখানে লগ ইন করতে হবে।
৩/ অ্যাপের সার্চ অপশানে গিয়ে বইদ্বীপ থেকে প্রকাশিত ইবইয়ের লেখকের নাম লিখে সার্চ দিয়ে বই খুঁজে নেয়া যাবে।
৪/ Libby এবং OverDrive অ্যাপে প্রবাসের অনেক স্কুল/ কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের সাবস্ক্রিপশান নেয়া থাকে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টুডেন্ট কার্ড ব্যবহার করেও এই অ্যাপগুলোর মাধ্যমে ইবুক পড়তে পারবেন।
লাইব্রেরি অ্যাপ ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে- আলাদা করে আর বইটি কিনতে হচ্ছে না, বিনামূল্যেই বইটি পড়া যাবে।
যেসব সাবস্ক্রিপশান সার্ভিসে আমরা ইবই যুক্ত করে চলেছি সেগুলোর তালিকা এখানে দেয়া হলো।
১। OverDrive এবং Libby
২। Bibliotheca এবং CloudLibrary
৩। Scribd
৪। BorrowBox
উল্লেখ্য, এসব সাইটসহ যে কোনও ইবুকস্টোরেই আমাদের বই খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেখক বা বইয়ের নাম লিখে সার্চ দেয়া।
Comments