বেশ্যা ও বিদুষীর গল্পঃ আফরোজা সোমা



 স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। অর্ধশতকে নারীও এগিয়েছে বহুদূর। কিন্তু মানুষ হিসেবে নারীর মর্যাদা কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে? স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে নারী কেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক? নারীরসংখ্যালঘু দশা অবসান কোন পথে? এই জরুরি প্রশ্নগুলোকে খতিয়ে দেখেছে আফরোজা সোমা নারীবিষয়ক প্রবন্ধগ্রন্থবেশ্যা বিদুষীর গল্প’। 

বইটিতে চারটি পর্বে মোট সাতাশটি লেখা আছে। সেগুলো একদিকে তুলে ধরেছে নারীর নিম্নবর্গীয় বাস্তবতা, অন্যদিকে আলো ফেলেছে পুরুষতন্ত্রের ফাঁদবন্দী পুরুষের বঞ্চনার দিকে। 

বিরাজমান বৈষম্য ও বঞ্চনার অবসান কোন পথে? সেই উত্তরও তালাশ করেছে ‘বেশ্যা ও বিদুষীর গল্প’ 

কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা, পেশাগত জীবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)- এর মিডিয়া অ্যান্ড ম্যাস কমিউনিকেশান বিভাগে। ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে দেশি-বিদেশি রেডিওতে সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। 

-- 

এখন ইবুক পাওয়া যাচ্ছে গুগল, কোবো, অ্যাপল বুকস্টোরে।

সাবস্ক্রিপশানের মাধ্যমে পড়া যাবে OverDrive-এ। 

সবগুলো স্টোরের লিংক এখানে। 

Comments