ইলিয়াসের ঘোড়া: তারেক নূরুল হাসান


বর্ণনাঃ

সাহিত্য, সাহিত্যের নানা দিক, নানা লেখক ও তাঁদের বই এবং লেখা পাঠের পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে প্রকাশিত রচনার সংকলন এই বইটি। লেখাগুলোর বেশিরভাগই ব্লগ হিসেবে প্রকাশিত হয়েছিলো মূলত সচলায়তন ব্লগে।


বাংলায় ইবুক হতে পারে কি না, এবং হলেও সেটা কারিগরি দিক দিয়ে নিখুঁত হবে কি না, এরকম একটি ভাবনা থেকে ২০১২ সালে শেষের দিকে এই বইটির সৃষ্টি। লেখকের নিজস্ব ব্লগ থেকে বই বিষয়ক লেখাপত্রগুলোর কিছু বাছাই লেখা নেয়া হয় বইয়ের কন্টেন্ট হিসেবে, সেই সাথে যোগ হয় কাঁচা হাতে বানানো প্রচ্ছদ। 
নানা ওয়েব-সার্ভিস ও টুলস ব্যবহার করে বইদ্বীপের বই নির্মাণের শুরু বলা যায় এই বইটি দিয়েই। 
ইবুকটি নিচের লিংকগুলোয় পাওয়া যাচ্ছে।  
১/ পিডিএফ লিংকঃ গুগল ড্রাইভ। Free)
২/ এপল বুকস।  (Free)
৩/ গুগল বুকস। (Free)
৪/ এমাজন কিন্ডল।  
৫/ গামরোড (Free)
৬/ Kobo বুক স্টোর Free) 

Comments