ব্যক্তিগত | উৎসব রায়



প্রকট এই সময়ে কবিতারা এখন কেবল আর কবির স্বগতোক্তিতে আটকে নেই। কবিতা এখন অভিযোগ, কবিতা হুংকার, অনেকদিন ধরেই সে চিঠি আর ইদানীং কবিতারা অনেক বেশি বিজ্ঞাপন। 

এই ভিড়ের মধ্যে উৎসব রায় এমন একজন কবি, কবিতা যার নিজের কাছে এক ধরনের আত্মোপলব্ধি; এবং সেই বোধের বহিঃপ্রকাশ। 

না, এখানে নেই নিজের স্বরূপ চিনিয়ে দেব বলে সজোর আস্ফালন, বরং রয়েছে পুকুরের জলে উঁকি দেয়া প্রায় নিজের মত দেখতেই অন্য আমি-র সঙ্গে একজন কবি-র ব্যক্তিগত কথোপকথন। যাদের প্রকৃত নাম - কবিতা। 

ইবই পাওয়া যাছে আন্তর্জাতিক ইবুকস্টোরগুলোতে।  

অ্যামাজন, গুগল, কোবো সহ সবগুলো বুকস্টোরের লিংক।



Comments