হারমোনিয়াম, রেণু আর জোনাকীর গল্প | মহিবুল কবির


 

"হারমোনিয়াম, রেণু আর জোনাকীর গল্প"- লেখকের প্রথম প্রকাশিত উপন্যাসিকা। 

মহিবুল কবিরের জন্ম, 'বড়' হয়ে ওঠা, চাঁটগায়। 

পড়াশোনা- তড়িৎ প্রকৌশলে বিএসসি আর এমএসসি শেষে ফলিত রসায়নে পিএইচডি।

পেশা - গবেষণা এবং শিক্ষকতা।

নেশা - গানবাজনা, লেখালেখি এবং একদিন একটা সিনেমা বানানোর স্বপ্ন দেখা। 

যাবতীয় লেখালেখি মূলত 'পরিবর্তনশীল' নামে অনলাইন রাইটার্স কমিউনিটি 'সচলায়তনে' আর অতি অবশ্যই 'ফেসবুকে'।

বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিঁটিয়ে থাকা কিছু লেখা নিয়ে, একটা 'কাব্যগ্রন্থ'ও প্রকাশিত হয়েছিলো- 'আগুনের মতো কেঁপে ওঠে - তুমি অক্ষর' নামে দুই হাজার উনিশ সনের বইমেলায়।


ইবইটি পাওয়া যাচ্ছে গুগল, কোবো এবং অ্যাপল ইবুকস্টোরে। 

সবগুলো স্টোরের লিংকের জন্যে ক্লিক করুন এখানে 

Comments