প্রিয়তম প্রতিপক্ষ | জিনাত হাসিবা স্বর্ণা
প্রকাশিত হলো জিনাত হাসিবা স্বর্ণা-র কবিতার ইবই ‘প্রিয়তম প্রতিপক্ষ’।
জন্ম ঢাকায়, ছোটবেলাটা একেবারেই গ্রামে, আরেকটু বড় বেলাটা চট্টগ্রাম শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে গত এক যুগের কর্মজীবন উন্নয়ন বিশ্বে।
লেখালেখি আর গান মূলত আত্মার খোরাক হিসেবেই কমবেশি চর্চায় আছে। স্বাধীনচেতা মানুষ।
লেখালেখির সীমানা এখনও পর্যন্ত কবিতা আর সমাজ পরিবর্তনকে মাথায় রেখে সহজ-সাবলীল ভাষায় নিজের ভাবনাগুলোকে তুলে ধরা পর্যন্ত।
একটা সময় উইমেন চ্যাপ্টার, জাগরণীয়া, বাংলা ট্রিবিউনের মতো অনলাইন পোর্টালগুলোতে লেখালেখি করতেন।
‘প্রিয়তম প্রতিপক্ষ’ লেখকের প্রথম বই।
ইবইটি পাওয়া যাচ্ছে গুগল, অ্যাপল ও কোবো স্টোরে।
সবগুলো ইবুক স্টোরের লিংকের জন্যে ক্লিক করুন এখানে।
Comments